ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় নারীসহ ২ পাচারকারী আটক 

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় নারীসহ ২ পাচারকারী আটক 

ভারত থেকে অবৈধভাবে ফিরে আসার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক নারীসহ দুই মানব পাচারকারিকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন- নারায়নগঞ্জের বন্দর এলাকার মৃত্যু আব্দুল মান্নানের মেয়ে মোছা.সানজিদা (১৯), সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের তারোক মন্ডলে ছেলে অমল মন্ডল (৩২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে নূর ইসলাম (৩০)।

বুধবার (১ জানুয়ারি) সকালে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় ভোমরার লক্ষীদাড়ী এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এসময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় সানজিদাসহ তিন জনকে আটক করে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আটককৃত সানজিদা জানায় দুই মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। তার কাছে থাকা ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করা হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুপ্রবেশ,আটক,পাচারকারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত